প্রতিবেদন: সৌরভ
নতুন মেট্রো রুট পেল কলকাতাবাসী। শুক্রবার সকালে জোকা-তারাতলা মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও এ দিন ভোরে মাতৃবিয়োগের কারণে পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন মোদী। নয়া মেট্রো পথের উদ্বোধনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রেলের আধিকারিকেরা। জোকা-তারাতলা রুটে মোট ৬টি স্টেশন থাকলেও প্রথম দিনের সফরে কোনও স্টেশনে দাঁড়ায়নি ট্রেন। রেলমন্ত্রী এবং বাকি আধিকারিকদের নিয়ে জোকা থেকে শুরু করে একবারে তারাতলা স্টেশন গিয়ে পৌঁছয় মেট্রোটি। আগামী ২ জানুয়ারি জনসাধারণের জন্য পরিষেবা চালু হবে। সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ২০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy