প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
রাজনীতিতে না এসেও সম্প্রতি রাজনীতিতে জড়িয়েছেন বারবার। বাঙালির প্রিয় ঠাকুরকে সামনে রেখেই জাতীয় শিক্ষানীতির নয়া ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় বিজেপির কবি প্রণামের অনুষ্ঠানে দাঁড়িয়ে অমিত শাহ বলেন কবিগুরু মাতৃভাষায় শিক্ষাকেই প্রাধান্য দিতেন। তাঁর সেই ভাবনাকে মাথায় রেখেই জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় পঠন পাঠনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়নে এ রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তাকে বাঙালির রবীন্দ্র আবেগ দিয়েই কিছুটা ঢেকে দিতে চেয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy