প্রতিবেদন: সৌরভ , সম্পাদনা: অলোক
২৯ নভেম্বর, ১৯৮২। চিন সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে বেজিং শহরে প্রয়াত হয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত। ৪০ বছর পর, একই দিনে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম-এর রাজ্য স্তরের নেতা মানব মুখোপাধ্যায়। ৬৭ বছর বয়সেই চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য মানবেন্দ্র মুখোপাধ্যায়। ‘বন্ধু’, ‘কমরেড’, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারশনের সতীর্থ মানবের মরদেহের সামনে ভেঙে পড়লেন তন্ময় ভট্টাচার্য। জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন শমীক লাহিড়ী। ‘‘রাজ্যের তথ্য প্রযুক্তির উন্নয়নে মানব মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য’’, অনুজ কমরেডের স্মৃতিচারণায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy