Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Ham Radio

মানুষের শখের রেডিয়ো বিপদের বন্ধু

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ২১:০৯
Share: Save:

বিপর্যয় মোকাবিলায় অ্যামেচার রেডিয়ো এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমপান হোক অথবা ভয়াবহ বন্যা, যখনই মানুষ বিপদে পড়েন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তখনই সাহায্য করেন রেডিয়োর সদস্যরা। সে জন্য রেডিয়ো স্টেশন তৈরি করতে হয়। কিন্তু দুর্গম স্থানে কী ভাবে এই অস্থায়ী রেডিয়ো স্টেশন তৈরি করা যায়? কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত পরীক্ষায় পাশ করে কী ভাবে লাইসেন্স পাবেন কিংবা কী ভাবেই বা রেডিয়ো স্টেশন তৈরি করবেন, তার প্রশিক্ষণ দেওয়া হল রবিবার। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট হুগলি জেলায় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সঙ্গে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে। সারা দিনের এই শিবিরে যোগ দেন অনেক শিক্ষার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE