প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
বিরল ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ধর্নায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ কর্মসমিতি(ইসি)-র কয়েকজন সদস্য। ছাত্রদের হাতে ‘অপমান ও হেনস্থা’-র প্রতিবাদে তাঁদের ধর্না বলে দাবি উপাচার্য এবং ইসির সদস্যদের। বুধবার রাত থেকে শুরু হয়েছে ধর্না, যা চলছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত। ছাত্রদের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউ। ছাত্ররা ক্ষমা না চাওয়া পর্যন্ত অরবিন্দ ভবনের গাড়ি বারান্দাতেই বসে থাকবেন বলে জানিয়েছেন ডিন অব সায়েন্স সুবিনয় চক্রবর্তীও। অন্যদিকে ব্রাত্য বসু বলেন, ‘‘কোন ছাত্র-ছাত্রী আন্দোলন করতেই পারে। কিন্তু কোন অধ্যাপককে চার অক্ষরে গালাগালি করা বা তুই তোকারি করাও কাম্য নয়। এটা আন্দোলনের কোন বহিঃপ্রকাশ বা আন্দোলনের রাস্তা হতে পারে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy