ধারা ৯৯ উত্থাপন করে গাজ়ায় যুদ্ধবিরতির প্রস্তাবের উপর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। আমেরিকার বাধাতে সেই প্রস্তাব পাশ হল না। সাধারণত, বিশ্বশান্তি বিঘ্নিত হওয়ার মতো গুরুতর বিষয়ে ধারা ৯৯ উত্থাপন করা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে শুক্রবার যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। ইংল্যান্ড ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গাজ়া অভিযানে ইজ়রায়েলি সেনাকে আরও অস্ত্রশস্ত্র সরবরাহ করতে চলেছে আমেরিকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy