Advertisement
০২ নভেম্বর ২০২৪
Digital Tax

Budget 2022-23: কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব ডিজিটাল অর্থনীতিতে, ক্রিপ্টোকারেন্সির সঙ্গে আসছে ডিজিটাল ব্যাঙ্কও

ডিজিটাল সম্পদ লেনদেনে আয়ের উপর ৩০ শতাংশ কর বসছে। উপহার হিসেবে দেওয়া ডিজিটাল সম্পদও করের আওতায় আসবে। এ ক্ষেত্রে কর দিতে হবে গ্রহীতাকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৪
Share: Save:

ডিজিটাল অর্থনীতিকে নতুন দিশা দেখাল ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) আনার কথা ঘোষণা করেছেন। রিজার্ভ ব্যাঙ্কে অধীনে এই মুদ্রার লেনেদেন সংক্রান্ত তথ্য ব্লকচেন পদ্ধতিতে সংরক্ষিত থাকবে।

পাশাপাশি, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ করও বসাতে চলেছে কেন্দ্র। উপহার হিসেবে দেওয়া ডিজিটাল সম্পদও করের আওতায় আসবে। ডিজিটাল মুদ্রার লেনদেনে ৩০ শতাংশ করের পাশাপাশি দিতে হবে ১ শতাংশ উৎস কর।

ডিজিটাল আর্থিক লেনদেনের উদ্দেশ্যে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপিত হবে। আমজনতার কাছে ডিজিটাল পেমেন্টের সুযোগ পৌঁছে দিতেই এই উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE