ডিজিটাল যুগকে ঠেকিয়ে রাখা যাবে না। কিন্তু ভারতকে ‘টোটাল’ ডিজিটাল করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেটে যা বললেন, তা একেবারেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নেই। মনে করেন ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রজিৎ রায়। নির্মলার বাজেট পেশের পর আনন্দবাজার অনলাইনের ইউটিউব এবং ফেসবুক পেজে তার বিশ্লেষণে বসেছিলেন ইন্দ্রজিৎ। তিনি বলেন, এখনও যে দেশের গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়নি, সেখানে এই ‘টোটাল’ ডিজিটাল দেশ গড়ার প্রস্তুতি-ভাবনা অর্থহীন।
ইন্দ্রজিতের মতে, ভোটের মুখে যে জনমুখি বাজেটের প্রত্যাশা ছিল তা মেলেনি। অতিমারির জেরে খেটে খাওয়া মানুষের জীবন যে ভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, সেই ক্ষতে প্রলেপ দেওয়ার কিছু ব্যবস্তা করবে বাজেট— এই প্রত্যাশাও ছিল। কিন্তু তাও মেলেনি।
ইন্দ্রজিতের বাজেট বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিয়ো উপরে দেওয়া হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy