দারিদ্রের মতো, বেকারত্বের ধারণাটিও দেশের আর্থিক অবস্থার প্রেক্ষাপটে বহু-আলোচিত। চলতি লোকসভা নিবার্চনে অসমে প্রথম বারের ভোটারদের কাছে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। এ দিন অসমের স্থানীয় কলেজ দেবী চরণ বড়ুয়া গার্লসের পড়ুয়া বার্বি গগৈ বলছেন, ‘‘চাকরির আবেদন করলেই দেখা যায় লক্ষ লক্ষ শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে রয়েছেন।” তাঁর সংযোজন, ‘‘আমরাও দেখতে চাই প্রার্থীরা কর্মসংস্থানের সুযোগকে কতটা গুরুত্ব দেন।”
বেকারত্ব ছাড়াও, প্রার্থী বাছাই এবং নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে এক পড়ুয়ার দাবি, ‘আগামী পাঁচ বছরের জন্য একটি দলের প্রতিশ্রুতি সম্পর্কে জানা জরুরি। তার পর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। আমরা শুধু দলের নামে ভোট দেব না। আমাদের বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে এবং সবচেয়ে যোগ্য প্রার্থীকে আমাদের ভোট দিতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy