নতুন বছরের শুরুতেই সুন্দরবন বেড়াতে এসে ‘রয়্যাল দর্শন’-এর সুযোগ পেলেন পর্যটকেরা। মঙ্গলবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান পর্যটকরা। লঞ্চ থেকে বাঘ দেখতে পেয়ে স্বভাবতই খুশি তাঁরা। মুঠোফোনে একের পর এক ছবি তুললেন অনেকেই।
স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে ১৫ জনের একটি পর্যটক দল ৩ দিনের জন্য সুন্দরবন বেড়াতে এসেছিল। মঙ্গলবার একটি লঞ্চে করে তাঁরা সুন্দরবনের সজনেখালি থেকে ঘুরতে বেরিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে ঝিলার জঙ্গলের কাছে রায়মঙ্গল নদীর পাড়ে দেখতে পান একটি পূর্ণবয়স্ক বাঘকে। নদীর জোয়ারের জলে খেলা করছিল সে। পর্যটকদের লঞ্চের দিকে এক বার তাকিয়ে আবার পাড়ে শুয়েও পড়তে দেখা যায় বাঘটিকে। কিছু ক্ষণ নদীর পাড়ে ঘোরাঘুরি করে আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি।
কলকাতার এক পর্যটক তামিজ শেখ বলেন, ‘‘ভাবতে পারিনি, এতটা কাছ থেকে বাঘ দেখতে পাব। বছরের শুরুতে সুন্দরবন ভ্রমণ পুরোপুরি সার্থক হল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy