উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার উপর আসন্ন পূর্ণিমার ভরা কটালের জন্য ভাটার সময়েও জল আছড়ে পড়ছে সৈকত-সরণির পাথুরে দেওয়ালে। এই পরিস্থিতিতে সমুদ্রস্নানে নামলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসনের কড়া নজরদারি শুরু হয়েছে। মাইকিং করে সমুদ্র থেকে উঠে আসতে বলা হয় পর্যটকদের।
পর্যটকদের একটা বড় অংশ সমুদ্রস্নানে নামার জন্য উদগ্রীব থাকলেও প্রশাসনের কড়াকড়িতে জলে পা দেওয়ারও সুযোগ মিলছে না। নজরদারি এড়িয়ে কোনও পর্যটক জলে নামতে গেলেই হুইসেল বাজিয়ে ছুটে আসছেন নুলিয়া ও পুলিশের দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy