কীর্তি আজাদের মিছিল চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। মাঝপথেই মিছিল থামিয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনায় চাপা উত্তেজনা দুর্গাপুরের আমরাইতে।
দুর্গাপুরের আমরাইয়ের উত্তরণ এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি নির্বাচনী প্রচার সারছিলেন। বাজছিল ঢাক, ঢোল, কাঁসরঘণ্টা। উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে সামনে হাঁটছিলেন কীর্তি। দু’পাশে ভিড় করে দলীয় কর্মী-সমর্থকেরা। সব কিছুই ঠিকঠাক চলছিল। মিছিল চলাকালীন আচমকা তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে বচসা বেধে যায়। বচসা থেকে হাতাহাতি। কীর্তি অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে বিরোধীদের অপপ্রচার বলেই উড়িয়ে দিতে চাইছেন। তাঁর বক্তব্য, “এখানে লড়াই, ঝগড়া, ঝঞ্ঝাটের কোনও ব্যাপারই নেই, আছে শুধু অতি উৎসাহ আর প্রেম। দিদির জন্য মনে যে সম্মান আছে কর্মীদের, তা-ই দেখলাম অবাক হয়ে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy