TMC MLA and Actor Dev reacted after CBI raid at the residence of Madan Mitra and Firhad Hakim dgtl
Dev on CBI Raid
বন্যা পরিস্থিতি দেখতে ঘাটালে দেব, সিবিআই অভিযান প্রসঙ্গে বললেন, ‘দোষ করলে শাস্তি পাক’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সিবিআইয়ের এই অভিযান ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইন
ঘাটালশেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৯
Share:Save:
রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন এলাকার সাংসদ দেব। ঘুরে দেখেন এলাকা। সেখানে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘যদি রাজনৈতিক উদ্দেশে এই অভিযান হয়, সেটা খারাপ।’’