প্রতিবেদন: প্রচেতা, রিঙ্কি ও সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
জনপ্রিয় টেলিভিশন শোয়ের মঞ্চ থেকে সরাসরি ব্রিগেডের মঞ্চে প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ। হুগলি লোকসভা কেন্দ্রে ‘হেভিওয়েট’ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে টক্কর দেওয়ার জন্য আলাদা কোনও কৌশল নেই বলে জানাচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’। “দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) সব পারেন, উনি ভগবান,” বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে কেন? কী বলছেন রচনা?
অন্য দিকে, বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। বিষ্ণুপুর কাকে বেছে নেবে? সুজাতার কী মত?
দুর্গাপুরের আসনে মমতার দলের বাজি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। ২০২১-এ তৃণমূলে যোগ দেওয়া কীর্তি কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপির বাংলা-জয়ের দাবিকে। তাঁর পাল্টা দাবি, এ রাজ্যে মোট ৪২টি আসনের সব ক’টিই বিরোধীদের থেকে ছিনিয়ে আনবে তৃণমূল।
শ্রীরামপুরে অবশ্য কোনও চমক নেই, দল ফের এক বার ভরসা রেখেছে বর্ষীয়ান নেতা ও আগের বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেই। এ দিন প্রার্থী ঘোষণার পর, হাই কোর্টের আইনজীবীর মুখে শোনা গেল প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগদানের সমালোচনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy