Advertisement
০৭ নভেম্বর ২০২৪
TMC Jana Garjana

‘চেয়ারে বসে ছিল কেউটে, হাজার হাজার চাকরি খেয়েছে’, নাম না করে অভিজিৎকে আক্রমণ মমতার

জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ, অরুন গয়ালকে কুর্ণিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সম্পাদনা: সুবর্ণা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৭:২৬
Share: Save:

ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ থেকে নাম না করে সদ্য প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর’, নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তিনি যুক্ত করেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না। চেয়ারে বসে ছিল কেউটে, হাজার হাজার চাকরি খেয়েছে। এ বার জনগণ তোমাদের বিচার করবে।” তাঁর অনুরোধ, ‘‘জনতা আপনাদের (বিচারপতি) কাছে যায় বিচার পেতে। বিজেপির কুর্সিতে বসে বিচার করবেন না, এতে মানুষের দুঃখ হয়।” একই সঙ্গে তিনি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান অরুন গয়ালের পদত্যাগ নিয়েও দ্ব্যর্থহীন ভাষায় বিজেপিকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি জোর করে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চেয়েছে, আর সে কারণেই নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অরুন গয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় অরুন গয়ালের এই সিদ্ধান্তের শুধু প্রশংসাই করেননি, কুর্ণিশও জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE