Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Buddhadeb Bhattacharjee Death

রয়েছে পদ্ধতিগত সমস্যা, গান স্যালুটে বুদ্ধদেবকে শেষ বিদায় জানানোর সিদ্ধান্ত বদল সিপিএমের

রাজ্য সরকারের তরফে বুদ্ধদেবকে বিধানসভায় গান স্যালুট দেওয়ার কথা বলা হলেও দস্তুর হল, গান স্যালুটের পর আর কোনও কর্মসূচি রাখা যায় না। ফলে মুখ্যমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়িত করায় পদ্ধতিগত সমস্যা রয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৪:০৭
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু বুদ্ধদেব দেহদান করে গিয়েছেন। তাঁর শেষযাত্রা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শেষ হবে। সেখানে গান স্যালুট দেওয়ার কোনও পরিকাঠামো নেই। এই সমস্যার কথা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারকে জানানো হয়েছিল। সব পক্ষের সঙ্গে কথা বলে তাই বুদ্ধদেবকে গান স্যালুট দেওয়ার সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব। সিপিএম নেতাদের দাবি, বুদ্ধদেবের জন্য মানুষের স্যালুটই যথেষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE