প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
নিয়োগের দাবিতে ২ জানুয়ারি শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিল ‘ইন্টারভিউ বঞ্চিত’ টেট চাকরিপ্রার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে, ৪ জানুয়ারি আবার পথে নামলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। ওয়াই চ্যানেলের সামনে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বসে পড়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে তাঁদের তুলে দেয়। আর তখনই শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা চাকরিপ্রার্থী। অন্যদিকে, রানি রাসমণি রোডে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৪ সালে টেট পাশ করার পর দশ বছর কেটে গিয়েছে। এখনও নিয়োগ হয়নি। নতুন বছরে চাকরি আদায় করতে আন্দোলনের রাস্তায় বঞ্চিত চাকরিপ্রার্থীরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে বলেন, “আইনি জটিলতা মিটে গেলে সাতদিনের মধ্যেই নিয়োগ হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy