ভিডিও সৌজন্যে: পিটিআই, সম্পাদনা: অসীম
শিক্ষাবিদ ও লেখক সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। নারী দিবসে নিজের এক্স হ্যান্ডেলে সুধা মূর্তিকে অভিবাদন জানালেন নরেন্দ্র মোদী। ১৯৫০ সালে ১৯ অগস্ট কর্নাটকে জন্মগ্রহণ করেন সুধা। নারায়ণ মূর্তির স্ত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি’তে। বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসাবেও কাজ করেছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় তাঁর ৪০টির বেশিও বই আছে। এ ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে একাধিক কলাম লিখেছেন তিনি। মোদীর কথায়, ‘‘সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির উপস্থিতি আমাদের ‘নারী শক্তি’র ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসাবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন জানাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy