শনিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের ‘রাও’স আইএএস স্টাডি সার্কল’ কোচিং সেন্টারের বেসমেন্টে আচমকা বৃষ্টির জল ঢুকে পড়ে। সে সময় বেসমেন্টের লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন জনা ৩০-৩৫ পড়ুয়া। অনেককে দড়ির সাহায্যে উদ্ধার করা গেলেও, মারা যান তিন পড়ুয়া— শ্রেয়া যাদব (২৫), তানিয়া সোনি (২৫) এবং নবীন ডালভিন (২৮)। শনিবার সন্ধ্যা থেকেই কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। রবিবার সকালেও সেই বিক্ষোভ অব্যাহত। ইতিমধ্যেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে পুর-দুর্নীতিরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy