প্রতিবেদন: প্রচেতা
এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে পার্থর উড়ান। বিমানবন্দর থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর)।স্বাস্থ্যপরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে পার্থকে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরনো কিছু সমস্য রয়েছে বটে, তবে তা মারাত্মক কিছু নয়। ওই অসুস্থতার জন্য পার্থকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না। সোমবার সন্ধ্যা নাগাদই যে মন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে, তা-ও জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে কোর্টে হাজির করানোর ব্যবস্থা করে ইডি।বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাকেও ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির দাবি, পার্থ ও অর্পিতার মধ্যে নিশ্চয়ই এমন কোনও সম্পর্ক রয়েছে, যার জন্য তাঁরা একসঙ্গে সম্পত্তি কিনেছেন। যদিও ইডির এই যুক্তি মানতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, অর্পিতার বাড়়ি থেকে টাকা উদ্ধার হয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, অর্পিতার সঙ্গে পার্থের যোগ রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy