আন্দোলন শুরু হয়েছিল ২০১৯-এ। তিন দফায় এই আন্দোলনের ৫০০তম দিন বুধবার। এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে যুব ছাত্র অধিকার মঞ্চের তৃতীয় দফার আন্দোলন এ দিনও চলছে গাঁধী মূর্তির পাদদেশে। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আন্দোলনরত কয়েকশো চাকরিপ্রার্থীর আশা, এক দিন সুবিচার অবশ্যই মিলবে।
প্রথম দিকে শামিয়ানা টাঙানোর অনুমতিও ছিল না। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে খোলা আকাশের নীচে তীব্র রোদেই অবস্থানে বসতেন একঝাঁক তরুণ তরুণী। পরে লালবাজার থেকে বিশেষ অনুমতি নিয়ে শামিয়ানা টাঙানো হয়। ওই জায়গায় নেই পানীয় জলের ব্যবস্থা। এসপ্ল্যানেড বাস টার্মিনাসের শৌচাগার পয়সা দিয়ে ব্যবহার করতে হয়। নারী-পুরুষের জন্য পৃথক কোনও ব্যবস্থাও নেই। এমনই পরিস্থিতিতে আন্দোলন চালাচ্ছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy