গত কয়েক দিন ধরেই মঞ্চ বাঁধা চলছে। শনিবার বিকেলের ভিক্টোরিয়া হাউসের সামনে শেষ মুহূর্তের তোড়জোড়। রাত পোহালেই দলে দলে ধর্মতলার দিকে আসতে থাকবেন কর্মী-সমর্থকেরা। ৪ জুন লোকসভা ভোটের ফল বেরিয়েছিল। বুথফেরত সমীক্ষার পূর্বাভাস উড়িয়ে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টি জেতে তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা, এ বারের ২১ জুলাইয়ের সমাবেশই প্রকারান্তরে বিজয় সমাবেশ হয়ে ওঠার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, রবিবারের সমাবেশে যোগ দেবেন উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের জয়ের কান্ডারী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
এ বারের ২১ জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চের পাশে প্রতি বছরের মতোই থাকছে আরও দু’টি মঞ্চ। তৈরি হয়েছে র্যাম্পও। তবে ইচ্ছে থাকলেও, ধর্মতলায় জায়গার অভাবে ব্রিগেডের জনগর্জন সভার মতো লম্বা র্যাম্প বানানো সম্ভব হয়নি বলেই খবর। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সারা দিনই নেতামন্ত্রীদের আনাগোনা লেগে ছিল। প্রতি বছরের মতোই, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সঙ্গে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্য়ায় এবং আরও অনেক নেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy