Advertisement
০২ জুলাই ২০২৪
Delhi Flood

গলদঘর্ম থেকে জলমগ্ন! দিল্লির আবহাওয়ার হলটা কী? অঝোর বর্ষণে বাড়ছে মৃত্যু, আরও বৃষ্টির পূর্বাভাস

আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে, এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে বানভাসি রাজধানী। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পরিস্থিতি কী হবে, তা ভেবেই আতঙ্কিত দিল্লিবাসী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ১৮:৫৪
Share: Save:

দিল্লির ওখলার আন্ডারপাসে শনিবার সকালে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে ৬০ বছরের এক প্রৌঢ়ের। শনিবার দুপুরে দিল্লির সিরসপুর আন্ডারপাসের নীচে মেট্রো স্টেশনের কাছে দু’জন বালক জমা জলে পড়ে যায়। ওই জলেই ডুবে মৃত্যু হয় দু’জনের। শুক্রবারও উত্তর-পূর্ব দিল্লির নিউ উসমানপুর এলাকায় জমা জলে ডুবে মৃত্যু হয় দুই বালকের। তাদের এক জনের বয়স ৮ বছর এবং অন্য জনের বয়স ১০ বছর। বৃষ্টির জলে ভর্তি একটি পাঁচ ফুট গভীর গর্তের পাশে খেলা করছিল তারা। অসাবধানতায় সেখানেই পড়ে যায়। শনিবার দিল্লির শালিমার বাগ এলাকায় আরও একটি ঘটনা ঘটে। সেখানকার একটি আন্ডারপাসের নীচে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে যুবকের। তাঁর বয়স ২৭ থেকে ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE