সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির প্রথম দিনই শীর্ষ আদালত হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছিল। কিন্তু দ্বিতীয় শুনানির দিন সকালেও হাসপাতাল চত্বরে সিআইএসএফ জওয়ানদের দেখা মেলেনি। দুপুর ১টা নাগাদ অবশ্য বাহিনী মোতায়েন শুরু হয়। কিন্তু কেন কোর্টের নির্দেশের পরেও বাহিনী মোতায়েনে এত বিলম্ব, তা বুঝতে পারছেন না পড়ুয়ারা। তাঁদের অনুযোগ, ১৪ এবং ১৫ অগস্টের মধ্যবর্তী রাতে হাসপাতালে দুষ্কৃতী হামলার সময়ে আক্রান্ত হয়েছিলেন রোগীরাও। তাই সকলের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাহিনী মোতায়েন করা হল না কেন? পাশাপাশি, সন্দীপ ঘোষের বদলির অর্ডার বাতিল ঘোষণার পরেও ক্ষোভ কমছে না আন্দোলনকারী আবাসিক চিকিৎসকদের। তাঁদের দাবি, সন্দীপকে স্বাস্থ্য দফতর থেকেই সরাতে হবে। তাঁরা জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy