প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আলিপুরের হাসপাতালে ভুটানের রাজা জিগমে ওয়াংচুক দূত দাশো শেরিং ওয়াংদা। পরে তিনি পাম অ্যাভিনিউয়েও যান। সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথাও বলেছেন দাশো শেরিং ওয়াংদা। হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে দাশো শেরিং ওয়াংদা বলেন, “আমি ভুটান থেকে এসেছি। আমাকে ভুটানের রাজা এখানে পাঠিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি ভুটানের রাজা তাঁর শ্রদ্ধা এবং ভালবাসা জ্ঞাপন করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র ভুটানের বন্ধুই নন, তিনি ভুটানের রাজ পরিবারেরও খুব পছন্দের মানুষ। আমি এখানে এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলে খুশি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy