Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Taekwondo championship

অভাবকে হারিয়েই তাইকোন্ডোয় একের পর এক পদক জয় বৈঁচীর রেখার

৮-১০ সেপ্টেম্বর শিলংয়ে জাতীয় সিনিয়র তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
পাণ্ডুয়া শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৩
Share: Save:

একাধিক পদক রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি শিলং থেকে তাইকোন্ডোয় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছেন তিনি। রেখা তুরির এখন স্বপ্ন অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।

পান্ডুয়ার বৈঁচীর রেখা ছোট থেকেই খেলাধূলায় আগ্রহী। জিমনাস্টিক, ফুটবল খেলতে পছন্দ করতেন। কিন্তু চার ভাই-বোনের অভাবের সংসারে খেলার তেমন সুযোগ ছিল না। কৃষক বাবা মেয়ের খেলার ব্যবস্থা করে উঠতে পারেননি। বৈঁচী বাটিকা বালিকা বিদ্যালয় সেই সুযোগ করে দেয়। স্কুলে তাইকোন্ডো শিখেই এখন জাতীয় স্তরের প্রতিযোগিতায় একের পর এক স্বর্ণ পদক জিতে চলেছেন রেখা। ৮-১০ সেপ্টেম্বর শিলংয়ে জাতীয় সিনিয়র তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন তিনি। তার আগে দিল্লিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নেপাল থেকেও স্বর্ণ পদক নিয়ে ফেরেন। এখন লক্ষ্য অলিম্পিকে পদকজয়। তবে তার প্রশিক্ষণের জন্য যে অর্থের প্রয়োজন, সেটাই এখন মাথাব্যথার কারণ তুরি পরিবারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE