Ramprasad Sen got influenced by syncretic tradition of Bengal in imagining goddess Kali dgtls
Ramprasad Sen
একই অঙ্গে কালী আর কৃষ্ণ, রামপ্রসাদী গানে মিশেছে ভক্তিরসের দুই ধারা
তিন শতক পার। এখনও রামপ্রসাদী গান ছাড়া অসম্পূর্ণ বাঙালির কালীসাধনা। কোথায় আলাদা রামপ্রসাদের কালীকল্পনা?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:০১
Share:Save:
১৭১৮ থেকে ১৭২৩ সালের মধ্যে হালিশহরে জন্ম। ‘প্রসাদী’ সুরে অনুপ্রাণিত হয়ে কালীগান রচনা করেন পরবর্তী অনেক পদকর্তা। তিনি রামপ্রসাদ সেন। তাঁর কালী কোথায় আলাদা?