Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Rajasthan Assembly Election 2023

রাজস্থান কার? মরুরাজ্যে এক দফার বিধানসভা ভোট, ১৯৯টি আসনে ভাগ্যগণনা

রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। লড়াইয়ে আপ ও বিএসপি-ও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৪
Share: Save:

২০২৪ সালের ১৪ জানুয়ারি শেষ হচ্ছে রাজস্থানের বর্তমান কংগ্রেস সরকারের মেয়াদ। তার আগে, শনিবার সকাল ৭টা থেকে এক দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে মরুরাজ্যের বুথে বুথে। ২০১৮ সালের বিধানসভা ভোটে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১০০টিতে জয়ী হয় কংগ্রেস। জোটসঙ্গী আরএলডি পায় একটি আসন। বিজেপি পেয়েছিল ৭৩টি আসন। তা ছাড়া, বিএসপি ৬, আরএলপি ৩, বিটিপি ২, সিপিএম ২ এবং নির্দল প্রার্থীরা ১৩টি কেন্দ্রে জয়ী হন। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১০১। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা মেনেই এ বার কংগ্রেসকে হারিয়ে জয়পুরের কুর্সি দখল করতে পারে বিজেপি। যদিও মরুরাজ্যে বরাবরই প্রায় এক-চতুর্থাংশ আসনে জয়-পরাজয় নির্ধারিত হয় কম ভোটের ব্যবধানে। তেমন হলে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সে ক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠতে পারে নির্দল এবং ছোট দলগুলির ভূমিকা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ দিন ৩টে পর্যন্ত ৫৫.৬৩ শতাংশ ভোট পড়েছে রাজস্থানে। ৩ ডিসেম্বর ভোটগণনা হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE