যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে গত সপ্তাহে আনন্দবাজার অনলাইনের বিশেষ অনুষ্ঠান ‘লোকে কী বলবে’র বিষয়ে জোর দেওয়া হয়েছিল ‘র্যাগিং’ বিষয়টির উপর। এ সপ্তাহেও ওই একই বিষয়ের অন্য দিক তুলে ধরা হয়েছে নতুন একটি পর্বে। তবে গত সপ্তাহের মতোই এই পর্বে অনুত্তমা একা নন, সঙ্গে ছিলেন মনোরোগ চিকিৎসক অনিরুদ্ধ দেব। সন্তান অবাধ্য। এর দায় কি এড়িয়ে যেতে পারেন অভিভাবকেরা? ভালবাসার নামে ছোট থেকে সন্তানের সমস্ত জেদকে প্রশ্রয় দেওয়ার ফলই কি বড় বয়সের অবাধ্যতা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy