প্রতিবেদন: নয়ন, সম্পাদনা: অসীম
শুক্রবার প্রথম দফার ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের যাত্রা শুরু। কোচবিহারের পলিটেকনিক কলেজে এখন চূড়ান্ত ব্যস্ততা। ভোটকর্মীরা আসতে শুরু করেছেন। শহর জুড়ে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটকর্মীদের আশা, কেন্দ্রীয় বাহিনী থাকায় নিরাপদেই হবে ভোট।
মোট সাতটি বিধানসভা নিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্র। মোট ভোটার ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। মহিলা ভোটার প্রায় সাড়ে ৯ লক্ষ। পুরুষ ১০ লক্ষের বেশি। ৩৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এই কেন্দ্রে এ বার প্রথম ভোট দিতে চলেছেন ৫৩৮৫৪ জন। মোট ২০৪৩টি বুথে ভোটদান চলবে। ভোটকর্মীর সংখ্যা ১২১৮০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy