শুক্রবার ৯ জন নির্বাচনী আধিকারিক কেরলের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৯২ বছর বয়সী বৃদ্ধের ভোট নেওয়ার জন্য। ইদুক্কি জেলার বাসিন্দা, শয্যাশায়ী শিবলিঙ্গম নির্বাচন কমিশনের কাছে বাড়ি থেকে ভোট দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ৮৫ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের নিজের বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে নির্বাচন আধিকারিকেরা ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের ভোট সংগ্রহ করে আনবেন। আগামী ২৬ এপ্রিল কেরলের ২০টি আসনে প্রথম দফার নির্বাচন। তার আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
শিবলিঙ্গমের ভোট সংগ্রহের জন্য শুক্রবার ভোরবেলা মুন্নার থেকে রওনা দেয় ভোটকর্মীদের দল। দুপুর ১টা নাগাদ এদামালাক্কুডি গ্রামে শিবলিঙ্গমের বাড়িতে পৌঁছন তাঁরা। বৃদ্ধের বিছানার পাশেই অস্থায়ী পোলিং বুথ বসানো হয়। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে, বিছানা থেকেই ভোট দেন শিবলিঙ্গম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy