প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে জিরাট সেতু। জাতীয় গ্রন্থাগারের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু, ভিক্টোরিয়া বা পিটিএস যাওয়ার সহজতম রাস্তা এই সেতুই। রোজ এই লোহার সেতু দিয়ে চলাচল করে বহু গাড়ি। হেঁটেও পার হন মানুষজন। পথচারিদের রোজই পুরনো এই সেতুর সরু ফুটপাত ধরে ঝুঁকির যাতায়াত। আশু প্রয়োজন চওড়া ফুটপাতের। কিন্তু, রাজ্য প্রশাসন সূত্রে খবর, সেতুর স্বাস্থ্য ভাল নয়, তাই নতুন ফুটপাতের ভার সামলাতে পারবে না। পুরনো সেতু ভেঙে নতুন কংক্রিটের ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। পাশেই ভারতীয় সেনার আবাসন। নতুন সেতু তৈরি করতে গেলে জমির প্রয়োজন। রাজ্য সরকার জানাচ্ছে, সেতু তৈরি করতে গেলে সেনার অধীনে থাকা কিছু জমি অধিগ্রহণ করতে হবে। এ বিষয়ে সেনার সঙ্গে আলোচনা চলছে বলে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy