ফের সিবিআই অধিকারিকদের মুখোমুখি পার্থ, নিজামে অনুব্রতর আইনজীবীও
এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্হার নেতৃত্বাধীন কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। তিনিই এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের হেফাজতের হাত থেকে বাঁচার জন্য রক্ষাকবচ চেয়ে আবেদনও করেছিলেন পার্থ। কিন্তু আদালত তাঁকে রক্ষাকবচ দেয়নি। এর পর তলব করা হলে সিবিআই দফতরে হাজিরাও দেন পার্থ। মঙ্গলবারের পর বুধবারও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। মঙ্গলবার অনুব্রতকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার তাঁকে গরু পাচার মামলায় তলব করা হয়েছে বলে সূত্রের খবর। নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের মতো বুধবারও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা এড়াতে পারেন অনুব্রত। অনুব্রত না এলেও তাঁর আয়-ব্যয়ের হিসাব নিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy