জন্ম ঝাড়খণ্ডে—পূর্ব সিংভূম জেলার কোডিয়া গ্রামে। পুরুলিয়ার বান্দোয়ান লাগোয়া সেই গ্রাম। ২০১৬ সালে বান্দোয়ানের মণীশ টুডুর সঙ্গে বিয়ে, আর সেই সূত্রেই সোনামণি ‘বাংলার বউ’। ২০২৩ সালে বঙ্গভোটে অভিষেক। পঞ্চায়েতে জয়। আসনপানি পঞ্চায়েতের সদস্যা সোনমণিই ঝাড়গ্রাম লোকসভায় এবারের সিপিএমের প্রার্থী। অনর্গল কথা বলার ‘প্রতিভা’। দীর্ঘ ভাষণে অনর্গল বলতে পারেন বাংলা, হিন্দি, সাঁওতালি। নিজের বক্তব্যের কারণেই বৃন্দা কারাতের নজরে এসেছেন সোনামণি। দলেরই কেউ-কেউ বলছেন ‘বীরাঙ্গনা’, আগামী দিনে রাজ্য পার্টির ‘অ্যাসেট’। তুলনা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গেও।
২৫ মে ষষ্ঠ দফা। সে দিন ভোট ঝাড়গ্রামেও। দশ বছর এই আসন সিপিএমের হাতছাড়া। ২০১৯ সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন দেবলিনা হেমব্রম। এ বার নতুন মুখ সোনমণি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy