আরজি কর-কাণ্ডের পর থেকেই বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে চলছিল। বুধবার চিকিৎসকদের যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে রাজ্য জুড়ে ৮ ঘণ্টার জন্য জরুরি বাদে সব পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে সরকারি-বেসরকারি সব হাসপাতালে পরিষেবা প্রায় বন্ধই রইল বিকেল ৪টে পর্যন্ত। দূর থেকে এসে ফিরে গেলেন রোগীরা। কেউ বা অপেক্ষায় বসে রইলেন হাসপাতাল চত্বরেই, যদি ‘ডাক্তারবাবু, ডাক্তারদিদি’রা দেখেন।
পুলিশি তদন্তে সন্তুষ্ট ছিলেন না রাজ্যের চিকিৎসকদেক একাংশ। হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তদন্তের গতিপ্রকৃতি দেখে আগামিদিনে তাঁদের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy