ভাষ্য: সুবর্ণা, প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
বাংলায় দুর্গা পূজিত হন মাতৃরূপে। শিল্পীর অক্লান্ত পরিশ্রমে, তাঁর হাতের আন্তরিক পরশে গড়ে ওঠে দেবীর প্রতিমা। দুর্গার যে মৃন্ময়ী মুখ দেখে ভক্তের দু’চোখ শ্রদ্ধায় সজল হয়ে ওঠে, তার অন্যতম অংশ দেবীর কোঁকড়ানো, মেঘকালো চুল। এই চুল তৈরি হয় পাটের গাছি রং করে। শুধু কুমোরটুলি নয়, দেশের বিভিন্ন প্রতিমাশিল্পী মহল্লায় এই নকল চুল সরবরাহ করেন হাওড়ার মুসলমান কারিগরেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy