সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন দর্জিপাড়ার মিত্র বাড়ি। বাড়ির বয়স ২০০ বছরের বেশি। কালীপুজো আরও পুরনো। এ বার ২৩২ বছরে পা রাখল মিত্রদের পুজো। এই কালীপুজোর নেপথ্যে রয়েছে নানা গল্প। আনন্দবাজার অনলাইনে মিত্রদের বাঁ-পা-এগোনো দক্ষিণাকালীর গল্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy