ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন মালদহের মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতি বছর অস্থায়ী কাজ হওয়ার জন্য ভাঙন রোধ হয় না। ফলে হাজার হাজার বিঘা জমি নদীর জলে তলিয়ে যায়। এলাকাবাসীর আরও দাবি, অত্যন্ত নিম্নমানের কাজের জন্যই এমন অবস্থা হয়। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয় তাঁদের। বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙনের কাজ নয়, তাঁরা স্থায়ী সমাধান চান। মন্ত্রী তাঁদের কথা শুনে আশস্ত করেছেন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের পক্ষে গৌরচন্দ্র মণ্ডল বলেন, ‘‘তূণমূল মানে দুর্নীতি আর তোলামূল। বিষয়টি জেলাশাসককে জানিয়েছি। আমরা এ বিষয়ে আদালতে যাব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy