কিছু খেলেই পেটে ব্যথা? গ্যাস্ট্রিক আলসার নয় তো!
খাবারে অরুচি?
কিছু খেলেই যেন পেটে জ্বালা করে?
হতেই পারে, এই উপসর্গ পেটে আলসারের প্রাথমিক লক্ষণ
জেনে নিন আলসারের কিছু প্রাথমিক লক্ষণ
১) যদি প্রায়শই পেটের উপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা হয় তবে সতর্ক হতে হবে।
২) গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু’তিন ঘণ্টা পর পেটে ব্যথা বাড়ে।
৩) খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও আপনার আলসার হয়ে থাকতে পারে। অনেক সময় দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।
৪) বুক জ্বালা করলে অনেক ক্ষেত্রেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যাই। ঘন ঘন এমনটা হলে কিন্তু তা আলসারের লক্ষণ।
৫) সারাক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কি না, পরীক্ষা করিয়ে নিন।
পরিপাকতন্ত্রের আলসার কিন্তু প্রাণঘাতী হতে পারে
চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy