সকাল থেকে তাঁকে বুথে-বুথে বিশেষ দেখা যায়নি। তপসিয়ায় নিজের ফ্ল্যাটবন্দি হয়েছিলেন মানিকতলা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। দুপুরে উল্টোডাঙার আবাসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন বুথজ্যাম, ছাপ্পা ভোট আর গাড়ি ভাঙচুরের। ‘এই ভোটে কী লাভ’, চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট প্রাক্তন ফুটবলারের। তা হলে কী শেষ বাঁশি বাজার আগেই ওয়াকওভার দিলেন প্রাক্তন গোলরক্ষক? তৃণমূলের কটাক্ষ সে দিকেই। ফের এক বার নির্বাচন বাতিলের দাবিতে মামলা করার হমকি কল্যাণের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy