Man about to drown: প্রশাসনের নিষেধকে উপেক্ষা, দিঘায় উত্তাল সমুদ্রে নেমে মরতে মরতে বাঁচলেন পর্যটক
এই সময় উত্তাল সমুদ্রে নামা নিষেধ, তা জানিয়ে দিঘায় মাইকে ঘোষণা চলছিল। তা-ও কী ভাবে ওই ব্যক্তি সমুদ্রে নেমে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২০:৪৮
Share:Save:
রবিবার দুপুরে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল। নুলিয়া ও এক স্থানীয় বাসিন্দার তৎপরতায় মৃত্যুমুখ থেকে ফিরে এলেন ঘাটালের বাসিন্দা সুব্রত মণ্ডল। নিষেধাজ্ঞা অমান্য করে কী ভাবে সুব্রত সমুদ্রে নামলেন, উঠছে প্রশ্ন।