শোনা যায়, ব্রিটিশ অভিনেত্রী সোনি রাজদানের সঙ্গে মহেশ ভট্টের প্রেম শুরু হয় ‘সারাংশ’ ছবিটি থেকে। মহেশের তখন বিয়ে হয়ে গেছে! মহেশ ভট্টের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেন সোনি রাজদান । তবে, প্রেমে হাবুডুবু খেলেও প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ করতে রাজি ছিলেন না মহেশ। অবশেষে, মহেশ ভট্টকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন সোনি। নতুন নাম নেন ‘সাকিনা’ । সেই সাকিনাই আলিয়া ভট্টের বাবার দ্বিতীয় স্ত্রী! আলিয়া আর তাঁর দিদি এই দম্পতিরই সন্তান! তাহলে, জন্মের পরিচয়পত্রে আলিয়া ভট্টের মায়ের নাম ঠিক কী ? সেই বিষয়ে ভট্ট পরিবার কোনোদিনই খোলসা করেননি কিছু। তবে, কৌতূহল কিন্তু থাকছেই !
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy