Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Srijan Bhattacharya

পিএম কেয়ার ফান্ডের হিসাব চাই, মোদীর সবে কাছা খুলেছে, গোটা ধুতি খোলা বাকি: মীনাক্ষী

‘সেলফি তুলে কখনও দেশ চালানো যায় না’, যাদবপুরে সৃজনের হয়ে প্রচারে মিমিকে নিশানা মীনাক্ষীর।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১২:৩৭
Share: Save:

শনিবার সন্ধ্যায় বাঘাযতীন এলাকার বারো ভূতের মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে সিপিএম। এই জনসভাতেই প্রধান বক্তা ছিলেন সিপিএমের ‘তারকা’ প্রচারক মীনাক্ষী। ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও। এ দিন সৃজনের হয়ে প্রচারে এসে নিজের বক্তব্যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিকাশ। সিঙ্গুর থেকে টাটা কারখানা সানন্দে চলে যাওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। একই সঙ্গে এই ‘আঁতাতে’ গুজরাত লবির মদতের অভিযোগও করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে নিজের বক্তব্যে শুরু থেকেই যাদবপুরের বিদায়ী সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সংসদে মিমির পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলে মীনাক্ষী বলেন, “সেলফি তুলে কখনও দেশ চালানো যায় না।” এ দিন নাতিদীর্ঘ বক্তৃতায় ‘ইলেক্টোরাল বন্ডে’র‌ বিতর্ককে সামনে এনে পরোক্ষভাবে পিএম কেয়ার ফান্ডেরও হিসাব চাইলেন মীনাক্ষী। আর সৃজন বলার সময় নিশানা করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী সায়নীকে। সম্প্রতি যাদবপুরে প্রচারে এসে বাজার করতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীকে। কোথাও কোথাও আবার মাইক হাতে গানও গেয়েছেন সায়নী। তৃণমূল প্রার্থীর এই রণকৌশলকেই কটাক্ষ করেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, “কে কত ভাল গান করে, কত ভাল নাচ করে, কত ভাল করে বাজার করে, তার উপর দাঁড়িয়ে মানুষ তোমাকে (সায়নী) ভোট দেবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE