প্রতিবেদন: নয়ন, সম্পাদনা: সৈকত
১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। ভোট প্রচারের শেষ পর্যায়ে ফের একবার উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার হয়ে প্রচার করেন তিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা নিয়ে বাড়তি উৎসাহ দেখালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সব সময়ই কর্মীদের মধ্যে ‘জোশ’ এনে দেয়। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শীতলকুচির ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “আমি চাইব ভোটে যেন কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার না হয়।” এ দিন নির্বাচনী সভা থেকে নাম না করে নিশীথ প্রামাণিককে ‘জলদস্যু’, ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মেয়েদের ঘরে এনআইএ পাঠিয়ে অসম্মান করে’, এই মন্তব্যও করতে শোনা যায় তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy