প্রতিবেদন: পার্থপ্রতীম, সম্পাদনা: সুব্রত
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা। গত পঞ্চায়েতে অশান্ত হয়েছিল ওই এলাকা। এ বারেও তার ব্যতিক্রম হল না। প্রথম দফার ভোটের আগের রাতে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি, “কোনও লাভ নেই, মানুষ ঠিক করে রেখেছে কাকে ভোট দেবে।” শাসকদলের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলছেন বিধায়ক। তৃণমূলের জেলা সভানেত্রী বলছেন, “হেরে যাবে জেনেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।” তৃণমূলের তির শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা দাবি করছেন, বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই অশান্তি। শাসক-বিরোধী চাপানউতরেই ভোটের সকাল শুরু জলপাইগুড়িতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy