প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
কলকাতার আর এক ঐতিহ্য এ শহরের জৈন সম্প্রদায় আর তাদের মন্দিরগুলি। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন বড়বাজারে অবস্থিত শ্বেতাম্বর ও দিগম্বর জৈনদের দু’টি মন্দির থেকে দু’টি শোভাযাত্রা বার হয়ে শহর পরিক্রমা করে। এ বারেও রীতি মেনে শ্বেতাম্বর জৈনদের মিছিল হল কলকাতায়। বড়বাজার থেকে শুরু করে গৌরীবাড়ির কাছে পরেশনাথের মন্দিরে গিয়ে শেষ হয় ওই শোভাযাত্রা। মিছিলে জৈনদের ১৫তম তীর্থঙ্করের মূর্তি ও জৈন ধর্মের সঙ্গে সংযুক্ত অন্যান্য ধর্মীয় সামগ্রী প্রদর্শিত হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy