করোনাকালে মেট্রো বন্ধ হওয়ার আগে পর্যন্ত কলকাতার মেট্রোর স্টেশনগুলিতে চা-কফি, মোমো-সহ বিভিন্ন ছোটখাটো স্টল ছিল। করোনার প্রকোপ কমতেই চালু হয় মেট্রো। কিন্তু এত দিন পর্যন্ত খোলেনি ওই সব স্টলগুলি। মঙ্গলবার থেকে যাত্রীদের জন্য ফের সেই পরিষেবা চালু হল মেট্রোয়। আপাতত তিনটি স্টেশন দিয়ে শুরু হল— দমদম, ময়দান ও কালীঘাট। এখন থেকে কলকাতা মেট্রোর এই স্টেশনগুলিতে মিলবে চা-কফি। এমনকি, গরম দুধও পাওয়া যাবে।
মঙ্গলবার, দমদম, ময়দান এবং কালীঘাট, এই তিনটি মেট্রো স্টেশনে চালু হয় চা-কফির ভেন্ডিং মেশিন। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরের ২৬টি স্টেশনেই এই মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে মেট্রোর। যাত্রীভাড়া ছাড়াও অন্যান্য খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy