প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
৭ জানুয়ারি, ২০২৪। ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে নতুন বছরের প্রথম রবিবার ব্রিগেডে জনসভা ডিওয়াইএফআইয়ের। বাম যুব সংগঠনের জনসভায় যোগ দিতে শনিবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেন দলীয় কর্মী, সমর্থক-সহ বামমনস্ক জনতা। এঁদের অনেকেই রাত কাটিয়েছেন ক্যাম্পে। সকাল হতেই শুরু হয় মিছিল। শহরের দুই ব্যস্ততম রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদহ থেকে রবিবার সকালে মিছিল এসে পৌঁছায় ব্রিগেডের ময়দানে। এমনই একটি মিছিলে ‘লাল জনতার সঙ্গী’ হতে দেখা গেল বছর দেড়েকের টেডকে। পোষ্যদের জন্য তৈরি বিশেষ ব্যাগপ্যাকে পমেরানিয়ান প্রজাতির ছোট্ট টেডকে নিয়ে হাওড়া স্টেশন থেকে হেঁটে ব্রিগেডে যাচ্ছেন কদমতলার সাগরিকা রায়। গয়নার ব্যবসা রয়েছে সাগরিকার। স্বামী প্রদীপ্ত রায়ও একজন ব্যবসায়ী। সাগরিকা এবং প্রদীপ্ত— দু’জনেই রবিবার ব্রিগেডে গিয়েছেন। আর তাঁদের সঙ্গেই ব্রিগেডের মাঠে গিয়েছে তাঁদের আদরের টেড। শনিবার রাতেও ব্রিগেডের ময়দানে এসেছিল এই পমেরানিয়ান। রাত কাটিয়েছে হাওড়ার একটি ক্যাম্পে। রবিবার সাগরিকার পিঠে চেপে বাম যুব সংগঠনের ব্রিগেডে সামিল টেড। সাগরিকা বলছেন, “ইনসাফ ব্রিগেডকে কেন্দ্র করে আয়োজিত একাধিক সভায় গিয়েছে টেড। তবে ব্রিগেডে এটাই ওর প্রথম আসা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy