Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Brigade Rally

প্রথম বার ব্রিগেডে যাচ্ছে ১৮ মাসের পমেরানিয়ান, পোষ্যকে পিঠে নিয়ে মিছিলে হাওড়ার ‘কমরেড’

মিনাক্ষী মুখোপাধ্যায়দের ইনসাফ জনসভায় সামিল দেড় বছরের কুকুরছানা।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:১৩
Share: Save:

৭ জানুয়ারি, ২০২৪। ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে নতুন বছরের প্রথম রবিবার ব্রিগেডে জনসভা ডিওয়াইএফআইয়ের। বাম যুব সংগঠনের জনসভায় যোগ দিতে শনিবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেন দলীয় কর্মী, সমর্থক-সহ বামমনস্ক জনতা। এঁদের অনেকেই রাত কাটিয়েছেন ক্যাম্পে। সকাল হতেই শুরু হয় মিছিল। শহরের দুই ব্যস্ততম রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদহ থেকে রবিবার সকালে মিছিল এসে পৌঁছায় ব্রিগেডের ময়দানে। এমনই একটি মিছিলে ‘লাল জনতার সঙ্গী’ হতে দেখা গেল বছর দেড়েকের টেডকে। পোষ্যদের জন্য তৈরি বিশেষ ব্যাগপ্যাকে পমেরানিয়ান প্রজাতির ছোট্ট টেডকে নিয়ে হাওড়া স্টেশন থেকে হেঁটে ব্রিগেডে যাচ্ছেন কদমতলার সাগরিকা রায়। গয়নার ব্যবসা রয়েছে সাগরিকার। স্বামী প্রদীপ্ত রায়ও একজন ব্যবসায়ী। সাগরিকা এবং প্রদীপ্ত— দু’জনেই রবিবার ব্রিগেডে গিয়েছেন। আর তাঁদের সঙ্গেই ব্রিগেডের মাঠে গিয়েছে তাঁদের আদরের টেড। শনিবার রাতেও ব্রিগেডের ময়দানে এসেছিল এই পমেরানিয়ান। রাত কাটিয়েছে হাওড়ার একটি ক্যাম্পে। রবিবার সাগরিকার পিঠে চেপে বাম যুব সংগঠনের ব্রিগেডে সামিল টেড। সাগরিকা বলছেন, “ইনসাফ ব্রিগেডকে কেন্দ্র করে আয়োজিত একাধিক সভায় গিয়েছে টেড। তবে ব্রিগেডে এটাই ওর প্রথম আসা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE