তৃণমূলের ‘শহীদ দিবসে’র সমাবেশ। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন আর তার পর চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয়ের পর যে সেই সমাবেশে উদ্যাপনের সুর মিশে যাবে তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। প্রতি বছরের মতো, এ বারও জেলা থেকে দলে দলে কর্মী-সমর্থকেরা কলকাতায় এসেছেন সমাবেশে যোগ দিতে। অনেকেই উচ্চগ্রামে ডিজে বাজনার সঙ্গে নাচতে নাচতে আসছেন। আর এত দূর থেকে কলকাতায় আসার এই সুযোগটার সম্পূর্ণ সদ্ব্যবহার করে নেবেন না তাই কখনও হয়! কেউ কেউ চিকেন কষা রেঁধে নিয়ে এসেছেন। ফাঁকতালে যদি বনভোজন করে নেওয়া যায়। সকাল থেকেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বাবুঘাটের মতো জায়গায় উপচে পড়া ভিড়। ২১ জুলাইয়ের কলকাতায় রীতিমতো উৎসবের মেজাজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy