সম্পাদনা: সৈকত
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট শিক্ষিকার নাম আইরিস। ক্লাস নেবেন ‘এআই’ শিক্ষিকা। কেরলের তিরঅনন্তপুরমের কেটিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। পরনে রানি রঙের সিল্কের শাড়ি। গলার হারের মধ্যেই রয়েছে মাইক্রোফোন। ছাত্রেরা প্রশ্ন করলে প্রথমে মাথা নাড়বেন শিক্ষিকা। তার পরে দেবেন বিস্তারিত উত্তর। কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে ২০ লক্ষ টাকা অনুদান পেয়েছিল ওই স্কুল। সেই টাকাতেই গড়ে ওঠে ‘অটল টিঙ্কারিং ল্যাব’। ওই ল্যাবের উদ্যোগেই তৈরি হয়েছে আইরিস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy